পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের চারজন

0
113

উত্তর দিনাজপুর:-পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কানকি ফাঁড়ি এলাকার নয়াননগরে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভাই ও দুই বোনের। গুরুতর আহত অবস্থায় কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দূর্ঘটনায় মৃত চারজনের মা। ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানচলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। জানা গেছে, হরিয়ানা থেকে আসাম যাচ্ছিলেন ওই পরিবার। ডালখোলা রেলগেটের যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকার পর দ্রুত গতিতে আসামের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।

পথ দুর্ঘটনায় মৃত ভাই বোন

কিন্তু আচমকাই ওই গাড়ির চাকা ফেঁটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাই ও দুই বোনের। গুরতর আহত অবস্থায় ওদের মাকে উদ্ধার করে প্রথমে কানকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  তাঁকে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here