মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
চতুর্থীর রাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল তিলোত্তমা। বেপরোয়া গতির জেরে চিংড়িঘাটায় বাইক থেকে ছিটকে গেলেন এক যুবক। ধড় থেকে ছিন্ন হয়ে গেল মাথা। আশঙ্কাজনক অবস্থায় ওই বাইকের আরোহী এক তরুণীর। পুলিশ সূত্রে জানা যায়, চতুর্থী অর্থাৎ গতকাল শনিবার রাত আড়াইটে নাগাদ সায়েন্সসিটির দিক থেকে বাইকে চেপে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন ওই যুবক ও তরুণী। সেইসময়ই মেট্রোপলিটন লেনের কাছে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে ছিটকে পড়ে যান ওই যুবক। ধাক্কা খান লোহার গার্ডরেলে। উল্টোদিকের লেনে গিয়ে পড়েন বাইক চালক। সেইসময়ই সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায় তাঁর। রাস্তার একধারে পড়ে থাকা তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আঘাতও গুরুতর বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকরা।
এদিকে, দুর্ঘটনায় মৃত যুবকের দেহ ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকেও। যদিও এখনও পর্যন্ত ওই মৃত যুবক ও আহত তরুণীর কোনও পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকাটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। রাস্তায় কাজ চলায় ওই এলাকায় এমনিতেই গতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন। কিন্তু তা স্বত্বেও কেন ওই রাস্তায় বেপরোয়া গতিতে ছুটছিল বাইকটি? ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল? উঠছে নানা প্রশ্ন। বাইক চালানোর সময় ওই যুবক মত্ত অবস্থায় ছিল কিনা, তা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকের পিছনের সিটে বসে থাকা ওই তরুণী সুস্থ হয়ে উঠলে তাঁর সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584