নিজস্ব সংবাদদাতা,আরামবাগঃ
দুটো লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির।আহত হয়েছেন দুজন। আহত দুই ব্যক্তির নাম বাবুলাল মুন্সি ও লালু মোল্লা। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার উস্থি থানার রাজারহাট তালতলায় । যদিও মৃতের নাম ঠিকানা জানা যায় নি।ঘটনা আরামবাগের মুথাডাঙ্গা এলাকায় আরামবাগ — কলকাতা রাজ্য সড়কে রবিবার ভোর চারটে নাগাদ। দুটি লরির মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দ শুনে কাছেই থাকা আইমা সংগঠনের সদস্যরা ছুটে আসেন এবং উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। তারপর ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ আসে। আহত ও মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়।

লরি দুটোও নিয়ে যায় ও যান চলাচল স্বাভাবিক করে। জানা গিয়েছে, আরামবাগের দিক থেকে একটি বালি বোঝাই লরি যাচ্ছিল কলকাতার দিকে আর অপর দিক থেকে আসছিল অন্য একটি খালি লরি। এই লরিটিও বালি আনতে যাচ্ছিল বিষ্ণুপুরে। সেই সময়েই মুথাডাঙ্গার কাছে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে বেশ কিছুক্ষণ কলকাতা আরামবাগ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা তথা আইমা সংগঠনের সদস্য সাদ্দাম হোসেন মুজাহিদিন বলেন, সেহেরী খেয়েই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পাই, তারপর আমাদের অফিসের কাছেই দেখি দুটি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা তৎক্ষণাৎ উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ি এবং পুলিশে খবর দিই। তারপর আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584