নিজস্ব সংবাদদাতা,মালদহঃ ৩৪নম্বর জাতীয় সড়কে ধারে কাগজ কুড়াতে গিয়ে উল্টে যাওয়া লরির নীচে চাপা পড়ে মৃত্যু হল এক তৃতীয় শ্রেনীর স্কুল পড়ুয়ার। শনিবার সকালে মালদা থানার নলডুবি বাগান পাড়ার রেলগেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে পলাতক ঘাতক লরির চালক ও খালাসি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মনোজ সিংহ(৮)।বাবা অমিত সিংহ পেশায় শ্রমিক। বাড়ি পুরাতন মালদার নলডুবি বাগানপাড়ায়। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনী ছাত্র মনোজ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অভাবের সংসারে অমিত সিংহ শ্রমিকের কাজে গিয়েছেন বিহারের পাটনাতে। মা ও ছেলে বাড়িতে থাকে। এদিন সকালে গাড়ি থেকে ফেলে দেওয়া কাগজ ও থার্মোকল কুড়াতে ৩৪নম্বর জাতীয় সড়কের ধারে নলডুবি এলাকায় যায় মনোজ। সেই সময় রাস্তার পাশে পার্কিং এলাকায় একটি কয়লা বোঝাই লরি পিছনে ব্যাক করার সময় উল্টে যায়। গাড়ির তলায় চাপা পড়ে যায় ওই কিশোর। স্থানীয়রা অনেক চেষ্টা করে উদ্ধার করলেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মালদা থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
স্থানীয়রা লরিটিকে আটক করলেও চালক খালাসি পলাতক। এই ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যান জটের সৃষ্টি হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তে নামে। একমাত্র কোলের ছেলেকে হারিয়ে শোকাহত মনোজের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584