মনিরুল হক, কোচবিহারঃ
ছটপূজা উপলক্ষ্যে তৈরি করা বাঁশের সাঁকো ভেঙ্গে আহত বেশ কিছু পূর্ণাথী। শনিবার বিকালে কোচবিহার ফাঁসিরঘাট এলাকায় অস্থায়ী ভাবে নির্মিত বাঁশের সাঁকোতে ছিল ছটের ঘাট। ওই ঘটনার খবর পেয়ে সেখানে তড়িঘড়ি পৌঁছায় কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ। পরে ওই তোর্সা নদীতে ভেঙে পড়া ছট পূজার ঘাট পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
জানা গিয়েছে, ছট পূজা উপলক্ষ্যে তোর্সা নদীর উপর তৈরি করা হয়েছিল অস্থায়ী বাঁশের সাঁকো। এদিন বিকেলে অস্তমিত সূর্যকে আমন্ত্রন জানিয়ে পূর্ণাথীরা যখন ছটের ডালি মাথায় নিয়ে বাড়ি ফিরছিল।
সেইসময় কোচবিহার ফাঁসিরঘাট এলাকায় অস্থায়ী ভাবে নির্মিত বাঁশের সাঁকোতে হঠাৎ করে বহু মানুষ উঠতেই ভেঙ্গে পড়ে সাঁকোটি। এর ফলে ওই সাঁকো ভেঙ্গে বেশ কিছু মানুষ জলে পড়ে যায়।
এদিকে ঘটনায় এই পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও,নদীর স্রোতে ভেসে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584