মাছের গাড়িকে কনটেনারের ধাক্কা মৃত দুই

0
73

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Accident with Container and Fish car
দুর্ঘটনাস্থল।নিজস্ব চিত্র

দশ চাকার কনটেনারের সঙ্গে মাছের গাড়ির ধাক্কা,ঘটনা স্থলে মৃত দুই।ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার ২নং ষষ্ঠী তলায়।মৃত সাহাফুদ্দিন মোল্লা(৩০),বাড়ি জীবন তলা থানা এলাকায়।

Accident with Container and Fish car
বাবর আলি খান,প্রত্যক্ষদর্শী।নিজস্ব চিত্র

অপর জন মনি মোল্লা(৩০),বাড়ি ভাঙ্গর থানা এলাকায়।অভিযোগ ডায়মন্ড হাবরার থেকে মাছ নিয়ে বিভিন্ন জায়গায় মাছের কাঁটায় মাছ নামিয়ে আমতলার দিকে আসছিল। ঠিক তখনই ২ নং ষষ্ঠীতলার কাছে দশ চাকার কনটেনার বেপরোয়া গতিতে এসে মাছের গাড়িটির পিছনে ধাক্কা মারে।

Accident with Container and Fish car
আব্বাস আলি মোল্লা,দুর্ঘটনাগ্রস্থ গাড়ির যাত্রী।নিজস্ব চিত্র

ধাক্কার মারার সঙ্গে সঙ্গে গাড়িটি নয়ানজুলিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে গাড়িতে থাকা দুই জন কর্মীর মৃত্যু হয়।

Accident with Container and Fish car
মৃত দুই।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রটন্তী কালী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ছাড়লেন আমন্ত্রিতরা

স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে আমতলা গ্রামীন হসপিটালে নিয়ে এলে চিকিৎসাকেরা মৃত বলে ঘোষনা করেন।নিয়মানুযায়ী দেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here