নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
দূর্ঘটনার কবলে পড়ল সি.আর.পিএফ কর্মী বোঝাই একটি গাড়ি। এই ঘটনায় গুরুতর জখম পাঁচ জন।এদের মধ্যে দু’জনের অবস্থা সংকটজনক।ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বারো মাইলের জঙ্গলে।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে সি.আর.পি.এফের ১৬৯ নং ব্যাটেলিয়নের কয়েকজন কর্মীকে নিয়ে একটি গাড়ি রানীবাঁধ থেকে পুরুলিয়ার নেঘরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে রানীবাঁধ থানা এলাকার বারো মাইলের জঙ্গলে একটি বাঁকের মুখে ঝিলিমিলি দিক থেকে আসা একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে দু’টি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।সেনাবাহিনীর গাড়িটি রাস্তার পাশে নেমে যায়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রানীবাঁধ ব্লক হাসপাতালে ভর্তি করেন।পরে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।পরে ঘটনাস্থলে রানীবাঁধ থানার পুলিশ পৌঁছেছে। পুলিশ সূত্রে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: লাল সেলাম জানানোর অপেক্ষায় বর্ধমান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584