#মিটু ঝড়ঃ ইন্ডিয়ান আইডলে আর বিচারক না অনু মালিক

0
184

ওয়েবডেস্কঃ

#মিটু আন্দোলনের ঝড় অব্যাহত।একাধিক যৌন নিপীড়নের অভিযোগে বিদ্ধস্ত অনু মালিক ইন্ডিয়ান আইডল ১০-এর বিচারকের আসন থেকে সরে দাঁড়ালেন। তিনি বলেন, “একটি ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি…. বর্তমানে আমি আমার কাজে মনোনিবেশ করতে পারছি না।”

ছবি- NewsBytes

অনু মালিককে শিশু যৌন নির্যাতনকারী বলে উল্লেখ করে শ্বোয়াতা পন্ডিত দাবি করেন তিনি যখন ১৫ বছরের ছিলেন তখন অনু মালিক তাকে জোরপূর্বক চুম্বন করার চেষ্টা করেন। অপরদিকে সোনা মহাপাত্র তাকে ধারাবাহিক শিকারি বলে অভিহিত করেন।

তবে অন্য রিপোর্ট অনুযায়ী তাঁকে বিচারকের আসন থেকে অপসারণ করা হয়েছে। ইন্ডিয়ান আইডলের প্রাক্তন প্রযোজক দানিকা ডিসুজা দাবি করেন সেটে অনু মালিক মহিলাদের সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here