শ্যামল রায়,নবদ্বীপঃ
দক্ষিণবঙ্গের মধ্যে নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসাবে পরিগণিত।এই রাজ্য সড়কটির সংস্কারের পাশাপাশি চওড়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ নবদ্বীপধাম রেলগেট থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাজ্য সড়ক সংস্কার যেমন হবে তেমনি চওড়া হবে।ইতিমধ্যেই নবদ্বীপ থেকে কৃষ্ণনগর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। সংস্কার বলতে গর্ত বোঝানোর কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে।এর ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে বাস চালকরা সকলেই খুশি তবে কবে নাগাদ রাস্তাটির চওড়া করার কাজ শুরু হবে এখনও পরিষ্কার নয়।
তবে ৩৪ নম্বর জাতীয় সড়কের সাথে যুক্ত রয়েছ নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক। একদিকে উত্তরবঙ্গ অন্যদিকে দক্ষিণবঙ্গ এর সংযোগকারী রাস্তা হচ্ছে ভাগীরথীর উপর গৌরাঙ্গসেতু অর্থাৎ নবদ্বীপ থেকে কৃষ্ণনগর পর্যন্ত সংযোগকারী রাস্তাটি।তবে এই রাস্তাটির বেহাল দশায় ক্ষুব্ধ এলাকার মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা,সেই সাথে বাস চালকরা।
রাস্তার মধ্যে বড় বড় গর্ত তৈরি হওয়ায় বাইক আরোহী থেকে শুরু করে গাড়ি চালকরা সকলেই যেন একটা চরম ভোগান্তির মধ্যে পড়ে থাকেন তাই দীর্ঘদিন ধরেই দাবি এই রাস্তাটি ঠিকমতো তৈরি করা হোক।এবারও নবদ্বীপ থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য তাপ্পি দেওয়ার কাজ চলছে।পাথর পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত আকার ধারণ করেছে ওই সমস্ত গর্তগুলো এখন পাথর ফেলে পিচ দিয়ে তাপ্পি দিচ্ছে পূর্ত দপ্তর থেকে।এছাড়াও গৌরাঙ্গ সেতু রোড সংলগ্ন গৌরনগর থেকে মুকুন্দপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকার রাস্তার দু’ধারে পার্কিং এর ফলে যানজটের সমস্যা রয়েছে।রাস্তার পাশ দিয়ে প্রচুর হোটেল গজিয়ে ওঠার কারণে এই ধরনের যানজট বলে মনে করছেন এলাকার বাসিন্দারা এবং নিত্যযাত্রীরা।
অথচ দক্ষিণবঙ্গের যত গাড়ি যাতায়াত করে থাকেন এই রাস্তা দিয়েই।কৃষ্ণনগর জেলার সদর শহর এখানে রয়েছে অফিস মতিঝিল আদালত জেলা হাসপাতাল সহ একাধিক দফতর তাই প্রতিদিন বিভিন্ন কাজের প্রয়োজনে এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন প্রচুর লোকজন কিন্তু একদিকে বেহাল রাস্তা অন্যদিকে রাস্তার দুধারে বিভিন্ন হোটেল তৈরি থাকার কারণে যানজট তৈরি হওয়ায় সময় লেগে যাচ্ছে অনেকটা তাই যানজট মুক্ত রাস্তা করা দাবিতে সরব হয়েছেন বাস চালক থেকে নিত্যযাত্রীরা।নিত্য যাত্রীদের অভিযোগ,এই গুরুত্বপূর্ণ রাস্তাটি রাজ্য সরকারের অধীন তাই রাস্তার বেহাল দশা কাটিয়ে উঠার জন্য সংস্কার প্রয়োজন।
অনেকেই জানাচ্ছেন যে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ আসতে হয় তাই নীল সমুদ্রের তলা থেকে নবদ্বীপ ব্রিজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা সড়কের এমনটাই বেহাল দশা যে বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের সাথে বাস চালকদের ও।
বেহাল রাস্তা দিয়ে বড় খানাখন্দতে ভরে উঠেছে উঁচু নিচু রাস্তা দিয়ে পথচারী থেকে শুরু করে সাইকেল আরোহী সকলকে নাকাল হতে হচ্ছে।
তাই প্রশাসনিক স্তরে এই রাজ্যসড়কটির চওড়া করার যে পরিকল্পনা নিয়েছে সাধুবাদ জানিয়েছেন নিত্যযাত্রী থেকে বাস চালকরা এর ফলে যানজট মুক্ত হবে পার্কিং সমস্যার সমাধান হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা এবং যাত্রী সাধারণ।
আরও পড়ুন: পর্যটক বোঝাই বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্র
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584