ওয়েবডেস্কঃ
নির্দিষ্ট শর্তাবলী সাপেক্ষে হোয়াটসঅ্যাপে মেসেজ সংক্রান্ত পরিষেবার ব্যাপারে যথেষ্ট তৎপর হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ । তার প্রমাণ মিলল হাতেনাতে । বিধিনিষেধ না মানায় তেলেগু দেশম পার্টির সাংসদ সি এম রমেশের হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দিল হোয়াটস্যাপ কর্তৃপক্ষ ।
সূত্র মারফত জানা গেছে যে টিডিপি’র রাজ্যসভার সভাপতি সিএম রমেশ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে গিয়ে দেখেন তার পরিষেবা কাজ করছে না। ঠিক কী কারণে এমনটা হচ্ছে তা জানতে তিনি হোয়াটস অ্যাপ সাপোর্ট সেন্টারে অনুসন্ধান করেন । তখনই হোয়াটসঅ্যাপ সূত্রে তাকে জানানো হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য শর্তাবলী ও নিয়ম ভঙ্গের কারনে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুল খবর ছড়িয়ে পড়ছে এই অভিযোগ তুলে কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপকে সচেতন করেছিল কেন্দ্র । পাল্টা প্রত্যুত্তরে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল কিছু রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাঝেমধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমন কিছু কাজ করতে চেষ্টা করেন যা অপ্রত্যাশিত । তাই এবার বিধি ভঙ্গের কারণে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তেলেগু দেশম পার্টি সংসদ সি এম রমেশের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করলো ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584