নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম জেলা হাসপাতালের আউটডোরে নাক-কান-গলার চিকিৎসক টি কে ভৌমিককে দেখাতে এসেছিলেন এক রুগি। কিন্তু হাসপাতালে ওই দিন রুগি দেখার দিন থাকলেও তিনি আসেননি। খোঁজ নিয়ে জানতে পারেন চিকিৎসক ছুটি নিয়েছেন। বিষয়টি নিয়ে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন রুগির পরিজন অরিজিৎ ধর।
আরও পড়ুনঃ ময়নাতদন্ত না করে সর্পদষ্ট হয়ে মৃত শিশুর দেহ নিয়ে ঝাড়ফুঁক
অরিজিৎ ধর বলেন, ‘হাসপাতালে আউটডোরে দেখাতে চিকিৎসককে দেখতে পায়নি। কিন্তু ওই সময় তিনি নিজের চেম্বারে বসে রুগি দেখছেন। হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানাতে গিয়ে জানতে পারি তিনি ছুটি নিয়েছেন। সুপার বললেন চিকিৎসক ফোনে জানিয়েছেন তাঁর মেয়ে অসুস্থ তাই ছুটির দরকার, কলকাতা যাবেন। তাই ছুটি মঞ্জুর করা হয়েছিল। কিন্তু তিনি অসুস্থতার জন্য আউটডোর ডিউটি থেকে ছুটি নিয়ে চেম্বার করছেন? কলকাতাও যাননি।’ চিকিৎসকের এহেন দ্বিচারিতা কথা শুনে হাসপাতাল সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রোগীর পরিজনকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584