নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা অঞ্চলের অন্ধারিয়া গ্রামে গত সোমবার তৃণমূল নেতা বাসুদেব মন্ডলের খুনের পর মঙ্গলবার তার মৃতদেহ ময়না তদন্ত করার পর তার মৃতদেহ নিয়ে এলে বিজেপির প্রতি ক্ষোভ উগরে দেন স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে পরিবার-পরিজন।
তৃণমূল নেতা মৃত বাসুদেব মন্ডলের ছেলে অটো মন্ডলের অভিযোগ, বিজেপির দুষ্কৃতী বাহিনীরাই তার বাবাকে খুন করা হয়েছে অবিলম্বে দোষীরা যাতে শাস্তি পায় এবং এই ঘটনায় সিআইডি তদন্ত হোক তার দাবি তোলেন বাসুদেব মন্ডলের ছেলে।
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা স্বপন কুমার ভৌমিক এর বক্তব্য এই সমস্ত ঘটনার পিছনে বিজেপি দায়ী কারণ যেভাবে মৃত বাসুদেব মন্ডল এলাকার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তাতে বিজেপির ভিত অনেকটাই নরম করে দিয়েছিলেন তারা ভেবেছিলেন যদি পুনরায় বাসুদেব মন্ডল সক্রিয় হন তাহলে এলাকায় বিজেপির কোনো স্থান থাকবে না তাই পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে।
অন্যদিকে পুলিশ প্রশাসনের উপর আঙ্গুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা স্বপন কুমার ভৌমিক তার বক্তব্য লোকসভা ভোটের আগে বহুবার বাসুদেব মন্ডলের উপর হুমকি আসছিল আমরা বহুবার পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন প্রতিক্রিয়া পায়নি, যদি সেই সময় পুলিশ আইনি পদক্ষেপ নিতেন তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটত না।
অন্যদিকে তৃণমূল নেতা বাসুদেব মন্ডলের স্ত্রী জানান তার স্বামীর খুনের ঘটনায় যে সমস্ত অভিযুক্ত রয়েছে তাদের যাতে কঠোরতম শাস্তি হয়।
ইতিমধ্যেই পুলিশ গোপাল দাস মন্ডল এবং খোকন কুটিয়াল নামে দুজনকে আটক করেছে।
আরও পড়ুনঃ স্থানীয় তৃণমূল নেতার হত্যা ঘিরে থমথমে ময়না
অন্যদিকে স্থানীয় বিজেপি নেতার পাল্টা বক্তব্য তাদের দলীয় অন্দরেই রয়েছে অভিযুক্ত আর যে দুজনকে আটক করেছে পুলিশ তাদের সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই, শুধু শুধুই বিজেপিকে কাঠগড়ায় তুলছে, সব মিলিয়ে এই তৃণমূল নেতা বাসুদেব মন্ডলের খুনের ঘটনায় জেলা রাজনীতিতে তোলপাড়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584