নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দাসপুর থানার কামালপুর গ্রাম পঞ্চায়েতের জোতকানুরমগড় বস্তি এলাকায় তৃণমূল কর্মীকে অ্যাসিড মারার অভিযোগ উঠল সিপিএম অাশ্রিত নির্দল কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মী অারিফ মল্লিককে অ্যাসিড মারার অভিযোগ উঠেছে জহিরুদ্দিন খাঁন, অাবদুল খাঁন, কাকলি বেগম, গুলজান বিবির বিরুদ্ধে।আজ সন্ধ্যায় ঐ তৃণমূল কর্মী বাইক নিয়ে বাড়ি ফিরছিল তখন জোতকানুরাগড়ের অাগে বস্তিতে দাঁড়িয়ে গ্রামবাসীদের সাথে কথা বলছিল সেইসময় নির্দলের কয়েকজন কর্মী হাতে অ্যাসিড নিয়ে এসে আরিফের চোখে মারে তখন বেঁহুশ হয়ে পড়ে যায়। অারও অভিযোগ চপার নিয়ে অাঘাত করতে গেলে গ্রামবাসীরা তেড়ে যায় তখন পালিয়ে যায় নির্দল কর্মীরা। তারপর সে মাটিতে পড়ে যায় স্থানীয়বাসিন্দারা চোখে জল দেয়। তারপর তাকে তড়িঘড়ি ঘাটাল হাসপাতালে নিয়ে অাসা হয়।
চিকিৎসার উন্নতি না হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। পঞ্চায়েত ভোটের আগে সিপিএম অাশ্রিত নির্দল কর্মীরা হুমকি দিয়েছিল ভোটে জিতলেও মারব হারলেও মারবে। ভোট গননার দিনেও নির্দল কর্মীরা আক্রমন করেছিল কিন্তু সেদিন পুলিশ থাকায় কিছু করতে পারেনি। কিন্তু আজ একা পেয়ে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠল সিপিএম অাশ্রিত নির্দল কর্মীদের দিকে। দাসপুর থানার পুলিশ এই ঘটনায় দুজনকে অাটক করেছে। এলাকায় উত্তেজনা অাছে।
দাসপুর ২ নং ব্লকের সভাপতি অাশিস হুতাইত জানান, নিন্দনীয় ঘটনা। দাসপুর শান্ত এলাকা, অশান্ত করতে চাইছে বিরোধীরা। অামরা চাই দোষী ব্যাক্তিরা শাস্তি পাক। দাসপুরের ঐতিহ্য যাতে বজায় থাকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584