শ্যামল রায়, নদীয়া:
স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার কারণে স্বামীর অত্যাচারের শিকার হতে হলো এক মহিলাকে।
মঙ্গলবার সকালে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। মারাত্মকভাবে জখম স্ত্রীর নাম সেলিমা বিবি। কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন। এই ঘটনায় স্বামী কৌশর শেখকে পুলিশ ধরতে তল্লাশি শুরু করেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পাঁচ বছর আগে নদীয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত বিরহী গ্রামের বাসিন্দা কৌশর শেখের সাথে বিয়ে হয় গয়াসপুর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিমা সাথে। তাদের একটি কন্যা রয়েছে। অভিযোগ যে বিয়ের পর থেকেই স্ত্রীর উপরে মানসিক শারীরিক অত্যাচার চালাত এই নিয়ে বারবার অভিযোগ করেছিল সেলিমা মাঝে রাগ করে বাপের বাড়িতে চলে গিয়েছিল ।
কয়েকদিন আগে ঈদ উপলক্ষে বাড়িতে ফিরে আসে বাপের বাড়ি থেকে সেলিমা।
বাপ শ্বশুর বাড়িতে আসার পর থেকেই চরম অশান্তি শুরু করে স্বামীসহ তার বাড়ির লোক জনেরা। এদিন চরম ঝগড়া অশান্তির ফলে স্বামী সে তার স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। ছেলে মা বিবির বাড়ি তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হরিণঘাটা থানায় পুলিশ জানিয়েছে কৌশর পলাতক ।
বারবার ঘটে যাওয়া এই ধরনের ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে আমাদের মানসিকতা এবং সমাজব্যবস্থার উপর।
পারিবারিক হিংসার বিরদ্ধে আইন বা সচেতনতা প্রচার কোনোটাই কাজে আসছে না।
ফিচার ছবি প্রতীকী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584