সুদীপ পাল,বর্ধমানঃ
বাড়ির অমতে বিয়ে করেছেন মেয়ে এই অভিযোগে ছেলের বাবা এবং দাদাকে রাস্তায় খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল তরুনীর পরিজনের বিরুদ্ধে।
দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এক্সটেনশন ব্লকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি প্রহৃতরা।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা সঞ্জয় বৈদ্য গাড়ি চালান। তাঁর সঙ্গে খাতরা কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নীতা প্রসাদের প্রণয়ের সম্পর্ক ছিল বলে এলাকাবাসীর একাংশের দাবি। একই এলাকার বাসিন্দা তাঁরা। গত সোমবার কালী মন্দিরে বিয়ে করার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পাওয়ার পর থেকেই মেয়ের পরিবারের সদস্যরা লোকজন নিয়ে সঞ্জয়ের বাড়িতে হাজির হন। বিয়েতে তাঁদের মত নেই বলে দাবি করেন তাঁরা। সঞ্জয়কে বাড়িতে না পেয়ে ফিরে যান তাঁরা। ছেলে এবং মেয়ের পরিচয়পত্র দেখে জানা যায় দুজনই প্রাপ্তবয়স্ক। তাই এব্যাপারে পুলিশের কিছু করার নেই। সঞ্জয়ের বাড়ির লোকজনের অভিযোগ সকাল ন’টা নাগাদ নীতার পরিজনেরা চড়াও হন তাঁদের বাড়িতে। ঘর থেকে সঞ্জয়ের দাদা তাপসকে টেনে বাইরে বের করে মারধর করা হয়। ঘরের ভিতরেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
সঞ্জয়ের বাবা পেশায় মাছ ব্যবসায়ী সন্তোষবাবুকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। সন্তোষবাবু বলেন, সঞ্জয়ের সাথে নীতার সম্পর্ক ছিল। গত সোমবার বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। তারপর থেকে সঞ্জয়ের সাথে কোনরকম ভাবে তিনি যোগাযোগ করতে পারছেন না। বিষয়টি নিয়ে তাঁরা চিন্তিত। অথচ মেয়ের বাড়ি থেকে মেয়েকে লুকিয়ে রাখা হয়েছে এমন অভিযোগ তুলে মারধর করা হচ্ছে।
আরও পড়ুনঃ সাহায্য না পেয়ে প্রতিবেশীদের হত্যার পরিকল্পনা, মৃত ৪ আহত ৬
ফরিদপুর ফাঁড়ি পুলিশ পরিস্থিতি দিকে নজর রাখছে বলে জানা যায়।ফের কোন অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তা দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584