টাকা দিতে না চাওয়ায় দলীয় কার্যালয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
49

সুদীপ পাল,বর্ধমানঃ

দলীয় দপ্তরে ডেকে নিয়ে গিয়ে সালিশি সভার নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুধু টাকা চাওয়া নয় তা দিতে অস্বীকার করায় মারও খেতে হল এমনটাই অভিযোগ। খণ্ডঘোষের আলিপুর গ্রামের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই আটজনকে।

Accusation of assault against tmc
প্রতীকী ছবি।ছবিঃপ্রতিবেদক

স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের আগে এই গ্রামে শেখ কামরুল খুন হয়েছিলেন এই ঘটনার পর থেকেই কৈসর, ওঁয়ারী গ্রামের তৃণমূলের একটি অংশ গ্রাম ছাড়া।এই সুযোগটি কাজে লাগিয়ে দলের অন্য গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। অভিযোগ খুনের অভিযুক্ত গোষ্ঠীর আয়নাল শেখকে দলীয় দপ্তরে ডেকে নিয়ে গিয়ে চাঁদা দাবি করা হয়। আয়নালের বক্তব্য, ভোটের আগে মারপিট হয়েছিল। তাতে একজন মারা গিয়েছিলেন এবং কয়েকজন আহত হয়েছিল। তাদের চিকিৎসার জন্য আমার কাছে টাকা চেয়েছিল। কিন্তু আমি এই ঘটনার সাথে কোন ভাবেই যুক্ত নয়। তাহলে কেন টাকা দেবো এই প্রশ্ন করতেই মারধর করা হয় বলে তিনি জানান। খণ্ডঘোষ ব্লক হাসপাতলে ভর্তি করার পরে অবস্থার উন্নতি না হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আপাতত এখানে চিকিৎসাধীন তিনি।

আরও পড়ুনঃ দাদা তৃণমূল কর্মী,ভাইকে কুপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অন্যদিকে বর্ধমান জেলা আদালতে ধৃতদের পেশ করা হলে বিচারক জেলহাজতের নির্দেশ দেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য এবং উত্তপ্ত পরিবেশ রয়েছে। স্বভাবতই পুলিশের বাড়তি টহল রয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here