ক্ষতিপূরনের পাওনা টাকার দাবীতে কোপানোর অভিযোগ

0
50

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

বাইক ভাঙার ক্ষতিপূরণের টাকা না পেয়ে প্রতিবেশি পরিবারের তিন জনকে মারধোর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তিন জনের বিরুদ্ধে।

Accusation of assault for compensation money
আক্রান্ত তিন।নিজস্ব চিত্র

রবিবার রাতে ইংরেজবাজার থানার নরহাট্টা পঞ্চায়েতের জোত গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটেনে।গুরুতর জখম আবস্থার তিন জন বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।ঘটনায় ইংরেজবাজার থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্তে নামে পুলিশ।

পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে,জখম তিন জন হল মানিক মন্ডল(৫৫) ও তার দুই ছেলে চিরঞ্জীত মন্ডল(২২) প্রসেনজিৎ মন্ডল(১৯)। মানিক মন্ডল পেশায় দিন মজুর।

জানা গিয়েছে,কিছুদিন আগে মানিক মন্ডলের ছেলে চিরঞ্জীত মন্ডল প্রতিবেশি পার্থ মন্ডলের বাইক চালাতে নেয়। পথে দূর্ঘটনায় ক্ষতি হয় বাইকটির।ক্ষতিপূরণ চায় পার্থ মন্ডল।গ্রামে একটি সালিশি সভা হয়।সেখানে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ জরিমানা করা হয়।সেই সময় মানিক মন্ডল ছেলের হয়ে সাত হাজার টাকা দিয়ে দেয়।বাকি টাকা পরে শোধ দেওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কিন্তু সেই টাকা এখনো শোধ করতে না পারায় রবিবার রাতে পার্থ মন্ডল তার দলবল নিয়ে চড়াও হয় মানিক মন্ডলের বাড়িতে। বাবা ও দুই ছেলেকে মারধোর ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়।স্থানীয়রা তিন বাবা ছেলেকে উদ্ধার করে। পরে তাদের মালদহ মেডিকেলে পাঠায়। ঘটনায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তে নামে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here