তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
34

সুদীপ পাল,বর্ধমানঃ

এক তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তারই প্রতিবাদে প্রহৃত নেতার দলের কর্মী এবং সমর্থকরা থানা ঘেরাও করলেন।

accusation of assault tmc leader against bjp newsfront.co
ছবিঃপ্রতিবেদক

বর্ধমান শহরের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা অনন্ত পালকে মারধর করা হয়। অভিযোগের তির বিজেপির দিকে।

যদিও বিজেপি এই অভিযোগ মানেনি।তাদের পাল্টা দাবি, কাটমানি বলেই নেতার ওপর হামলা চালিয়েছে তৃণমূলের বিক্ষুব্ধ লোকেরা।

অনন্তবাবুর অভিযোগ, মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় আচমকা চার-পাঁচজন হামলা করে তাঁকে। এলোপাথাড়ি চড়-ঘুষি চলতে থাকে। কোনোরকমে পালিয়ে বাঁচেন তিনি।

এরপরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তির বিজেপির দিকে তোলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য,গত রবিবার রাতে নীলপুর এলাকায় বিজেপির লোকজন তৃণমূলের কর্মী সমর্থকদের মারধর করছে খবর পেয়ে সেখানে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। তবে তৃণমূলের আরো কয়েকজন কর্মী সমর্থকরা হাজির হওয়ায় তারা পালিয়ে যায়।এদিনের হামলা রাতের ঘটনার জের বলেই তাঁর দাবি।

দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কর্মী সমর্থকরা থানা ঘেরাও করেন।জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা বিদায়ী কাউন্সিলর খোকন দাসও উপস্থিত ছিলেন।

তাঁর অভিযোগ,বিজেপির হাতে আক্রান্ত হচ্ছেন কর্মীরা। চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ জালনোট-সহ মালদহে ধৃত পাঞ্জাবের বাসিন্দা

বিজেপির দিকে আঙুল উঠলেও বিজেপির জেলা সম্পাদক সুনীল গুপ্তার বক্তব্য, ‘তৃণমূলের যারা কাটমানি পায়নি তারাই কাউন্সিলারের স্বামীকে মেরেছে। এখন বিজেপিকে ঢাল করে অভিযোগ করা হচ্ছে।’ যদিও খোকনবাবু বক্তব্য, কাটমানি নেওয়ার কোনো অভিযোগ এখানে নেই। সব জায়গাতেই অশান্তি ছড়াচ্ছে বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here