নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

তালডাংরার কুলবনীতে তৃনমূলের জেলাপরিষদের বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ সহ তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা।

তালডাংরা থানার কুলবনী গ্রামে বাঁকুড়া জেলাপরিষদের বনভূমি দপ্তরের কর্মাধক্ষ চন্দনা অধিকারীর বাড়িতে গভীর রাতে হামলা চালায় বিজেপি সমর্থকরা,দাবি তৃনমূলের।

বনভূমি দপ্তরের বাঁকুড়া জেলাপরিষদের কর্মাধক্ষ্য চন্দনা অধিকারী জানায়,গভীর রাতে তিরিশ চল্লিশ জনের একটি বিজেপির দুষ্কৃতিকারী আমার বাড়িতে দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে ফ্রিজ, আলমারি, দোকানঘর, দরজা সব ভাংচুর চালায় আধঘন্টা ধরে।অকথ্য ভাষায় গালি গালাজ করে,আমার মেয়ের শিশুটিকে মেরে ফেলবো বলে হুমকি দেয়।মেয়ের গলায় সোনার চেনটা ছিঁড়ে নেয়।
আরও পড়ুনঃ তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের কার্যালয়ে ভাঙচুর
পাশাপাশি আরও তিন চারটি তৃনমূল কর্মীর বাড়িতে হামলা চালায় বলে,দাবি করেন বাড়ির লোকজন।

বিজেপির পক্ষ থেকে এই আক্রমণের অভিযোগ অস্বীকার করা হয়।বিজেপির বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদক সৌগত পাত্র জানান যে,এই আক্রমণ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল।নিজের মধ্যে মারামারি করে দায় চাপানো হচ্ছে বিজেপির বিরুদ্ধে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584