তৃণমূল বিধায়কের ফাঁকা বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
42

মনিরুল হক,কোচবিহারঃ

সিতাই বিধানসভার তৃণমূল বিধায়কের কার্যত ফাঁকা বাড়িতে হামলা চালাল একদল দুষ্কৃতীরা।আজ সন্ধ্যায় সিতাইয়ের বাড়িতে ওই হামলার ঘটনা ঘটেছে।

Accusation of attack on house of tmc mla
নিজস্ব চিত্র

অভিযোগ,ওই বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়।যদিও ওই বাড়িতে সেই সময় কেউ ছিলেন না বলে জানা গেছে।

সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া অভিযোগ করে বলেন, লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকে আমি ও আমার স্ত্রী সঙ্গিতা রায় বসুনিয়া এলাকা ছাড়া। ওই বাড়িটি আমরা ফেলে চলে এসেছি এখানে।
ফলে ওই বাড়ি কার্যত ফাঁকাই পড়ে ছিল। তার মধ্যেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতে ওই ফাঁকা বাড়িতে হামলার চালিয়ে পুরো বাড়ি তছনছ করে দেয় বলে অভিযোগ।

যদিও ওই অভিযোগের কথা অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বর্মণ বলেন, একটা হামলার কথা শুনেছি। কিন্তু ওই হামলার সাথে বিজেপির কোন সম্পর্কের নেই।

প্রসঙ্গত,লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী ৫৪ হাজারের বেশি ভোটে পরাজিত হয় বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের কাছে। তারপর থেকে কোচবিহার জেলায় বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন সংঘর্ষ ঘটে চলেছে। সিতাইয়ের বিভিন্ন এলাকায় মারামারি বা হিংসাত্মক ঘটনা ঘটে। এমনকি ওই ঘটনার পর সিতাই এলাকার তৃণমূল পার্টি অফিস দখল করে নেয় বিজেপি। যদিও পরে সেই পার্টি অফিস তৃণমূল উদ্ধার করে। ঠিক তারপরেই বিজেপির এক কর্মী সমর্থকের ধারাল অস্ত্র দিয়ে কোপ দেওয়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বাড়িতে আক্রমণ,চুরির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তারপর আজ তৃনমূলের রাজ্য প্রতিনিধি দল আসার কথা শুনে গোসাঁনিমারি এলাকায় বিজেপির কয়েক হাজার কর্মী সমর্থক জমায়েত হয়।কিন্তু প্রতিনিধি দলটি পেটলা থেকে ঘুরে যাওয়ায় সেই সময় বড় ধরনের ঘটনা না ঘটলেও সন্ধ্যায় সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়ার ফাঁকা বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here