শ্যামল রায়, নদীয়াঃ
বয়স অনেকটা বেড়েছে।তাই অবসর সময়ে একটু নেশা মোবাইলে গান শোনা। বাবা কেন মোবাইলে গান শুনবে।মোবাইলটা লুকিয়ে রেখেছিল ছেলে।মোবাইল লুকিয়ে রাখাকে কেন্দ্র করে ছেলের সঙ্গে বাবার সাথে বাগবিতণ্ডা শুরু হয়ে যায় জোরকদমে। তখন ছেলেকে কয়েকটি চড় থাপ্পড় মারে বাবা।যেন আগুনে পড়ে ঘি! শিক্ষা দিতে বাবাকে প্রচণ্ড ভাবে মারধর করে প্রকাশ্যে রাস্তায় গাছে বেঁধে রাখার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত আউলিয়া গ্রামে।এই ঘটনার পর থেকে ছেলে এবং তার পরিবারের লোকজন পলাতক।
অভিযোগ যে ছেলে পরিতোষ শর্মা তার বাবাকে প্রচন্ডভাবে মারধর করে গাছে বেঁধে রাখার অভিযোগ।বৃদ্ধ বাবা ভীম শর্মা,বয়স ৬০।তিন বছর আগে তার স্ত্রী বিয়োগ হয়েছে। সেই থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ভীম শর্মা। মানসিক বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য বাবা বেছে নিয়েছিল মোবাইলে গান শোনা একটা অভ্যাস। কিন্তু সেই অভ্যাস পছন্দ হয়নি ছেলে পরিতোষের।
সোমবার এই নিয়ে চরম অশান্তি বেড়ে যায় বাড়িতে। মোবাইলে গান শোনাকে কেন্দ্র করে চরম অশান্তি বাধে বাবা ও ছেলের মধ্যে।
শেষমেষ বাবাকে প্রচন্ড ভাবে মারধর করে গাছে প্রকাশ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে রাখার অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানা গিয়েছে। ছেলেসহ বাড়ির লোকজন পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584