শ্যামল রায়,কালনাঃ
রবিবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার আহবানে এক কর্মসূচিকে কেন্দ্র করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।
যুব মোর্চার সভাপতি সহ বেশ কয়েকজনকে বেধড়ক মারধোরের অভিযোগ উঠলো শাসকদলের কর্মীদের বিরুদ্ধে।যদিও এই অভিযোগ অপপ্রচার ও মিথ্যা বলেই জানান মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেখ আজিজুল হক।এছাড়াও এইদিন অনুমতি না নিয়ে বিজেপি মোটরবাইক অভিযান করায় ও গাড়ির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ দশটি মোটরবাইক সহ তিন বিজেপি কর্মীকে মন্তেশ্বর থেকে আটক করেছেন বলে বিজেপির দাবি।
আরও পড়ুনঃ গাড়িচালককে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
রবিবার মন্তেশ্বরের এই ঘটনায় বিজেপির যুব সভাপতি পিল্লেশ্বর চ্যাটার্জী সহ আরো দুজনকে মন্তেশ্বরের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয় বলে বিজেপি নেতৃত্ব পক্ষ থেকে জানান হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584