মনিরুল হক,কোচবিহারঃ
পাঁচজনকে মারধরের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে।অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম তুলু রায়।সে কুচলিবাড়ি থানায় কর্মরত।ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি থানার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়,শনিবার রাতে ওই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য রঞ্জন রায়ের বাড়িতে বাইক নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি।ওই সময় পঞ্চায়েত থেকে বাড়ির যাওয়ার পথে বক্সিটারি এলাকাতে এক সিভিক ভলান্টিয়ার সেই বাইক আরোহীকে আটক করে ও বিনা কারনে তাকে চর থাপ্পড় মারে।
এরপর, সেই বাইক আরোহী মার খেয়ে পঞ্চায়েত সদস্য রঞ্জন রায়ের বাড়ি যায় ও বিষয়টি খুলে বলে। ঘটনার জানতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য বাইকে চেপে সেই সিভিক ভলান্টিয়ার এর কাছে বিষয়টি সম্পর্কে জানতে আসতেই সেই সিভিক ভলান্টিয়ার পঞ্চায়েত প্রধান রঞ্জন রায়ের উপড়ে চড়াও হয় ও বেধড়ক মারধর করে।মার খেয়ে রঞ্জন রায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে আসে।
এদিকে গ্রামের পঞ্চায়েত সদস্যকে মারধর করা হচ্ছে এই কথা শুনে গ্রামবাসীরা সেই সিভিক ভলান্টিয়ারের কাছে আসতেই আবারো দুজনের উপরে চড়াও হয় ও লাঠি দিয়ে মারধোর করে একজনের মাথা ফাটিয়ে দেয়।এমনকি সেই সিভিক ভলান্টিয়ারের মারের হাত থেকে রক্ষা পায়নি এক গরীব টোটো চালকও।সেই টোটো চালক শুধু জিজ্ঞাসা করেছিল গ্রামের পঞ্চায়েত সদস্যকে মারধর করা তার ঠিক হয়নি,তাতেই ধরে সেই টোটো চালককে মাথা ফাটিয়ে দেয় সিভিক ভলান্টিয়ার।কোমর ও পায়ে গুরুতর আঘাত পায় টোটো চালক।আহতদের দুজনের অবস্থা আশঙ্কা জনক।অভিযুক্ত সিভিক পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় কুচলিবাড়ি থানায়৷
আরও পড়ুনঃ মটরশুঁটি খাওয়ার অপরাধে অভিযুক্তকে কোপানোর অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে
পঞ্চায়েত সদস্য রঞ্জন রায় জানান “আমি কিছু বলতে গিয়ে আমাকে মারধোর করে, এর পর বাকিদের, আমাদের দুই জন প্রতিবেশীর অবস্থা আশঙ্কাজনক, তাঁদের জলপাইগুড়ি নিয়ে যাচ্ছি৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584