সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
শাসকদলের মহিলা প্রধানকে রড দিয়ে মারার অভিযোগে দু’জন সিপিএম নেতাকে গ্রেফতার করল পাথরপ্রতিমা থানার পুলিশ।
পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্মীজনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের বলের বাজার ব্রিজ সংলগ্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঘরবাড়ি করে প্রায় ৪৫ বছর রয়েছেন।এমনকি তাদের নামে জায়গার কাগজ পত্র রয়েছে।তা সত্ত্বেও সিপিএমের মহাদেব নাইয়া নামে এক ব্যক্তি বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে রাতে আগ্নেয় অস্ত্র নিয়ে এলাকার ফাঁকা জায়গাটি দখল করার চেষ্টা করে।
এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রধান অনুরাধা মাঝি এবং তার স্বামী ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করে কেন তারা এসব করছে তখন মহাদেব নাইয়ার নেতৃত্বে দুষ্কৃতীরা প্রধানসহ তার স্বামীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।এমনকি প্রধানের স্বামী সুভাস মাঝিকে দুষ্কৃতীরা তুলে নিয়ে যায়।এলাকার মানুষ জানতে পেরে প্রতিবাদ করার চেষ্টা করলে তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলে অভিযোগ।খবর যায় পাথরপ্রতিমা থানায়।
পাথরপ্রতিমা থানার পুলিশ আধিকারিক তরুণ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর প্রধান ও তার স্বামীকে উদ্ধার করে মাধবনগর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।সেখানে তাদের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুনঃ মাধ্যমিক প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এবিটিএ’র ধিক্কার মিছিল
এই নিয়ে এলাকায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজ তৃণমূলের ১০ হাজার সমর্থক এলাকায় বিক্ষোভ মিছিল দেখায় মহাদেব নাইয়াকে গ্রেফতারের দাবিতে।
তবে পাথরপ্রতিমা থানার পুলিশ আধিকারিক এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকা ঘিরে রেখে দুজন সিপিএম সমর্থককে গ্রেপ্তার করে।যদিও মহাদেব নাইয়া এখনও পলাতক।যে দুজনকে পুলিশ গ্রেফতার করে তাদের নাম সাজ্জাদ মোল্লা ও সমর সর্দার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584