পিয়ালী দাস, বীরভূমঃ
তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। আক্রান্তর নাম আফসার হুসেন।তিনি সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি বীরভূমের সদাইপুরের। তৃণমূলের তরফে সদাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত রায় ঘোষণার পর গতকাল সদাইপুর থানার তরুগরি হাটের তৃণমূল কর্মী-সমর্থকরা একটি বিজয় মিছিলের আয়োজন করেন।চলে আবির খেলাও।এরপর মিছিল সেরে ফেরার পথে এলাকারই একটি পুকুরে স্নান করতে নামেন তাঁরা।অভিযোগ, সেই সময় তাদের বাধা দেয় বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতি।শুরু হয় বচসা।জল থেকে উঠে তখন পুকুর পাড়েই দাঁড়িয়ে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা আফসার।
বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে।জলে পড়ে যান তিনি।সাঁতরে পুকুর পার হওয়ারও চেষ্টা করেন। কিন্তু,তাঁকে লক্ষ্য করে আরও কয়েকটি বোমা ছোঁড়া হয়।উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকরা পুকুরে নেমে আফসারকে উদ্ধার করেন।গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে।আফসারের আব্বা বলেন,”কাল পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত রায় ঘোষণা হওয়ার পর আমরা বিজয় মিছিল করেছিলাম।মিছিলে আবির খেলে ফেরার পথে কয়েকজন একটি পুকুরে স্নান করতে নেমেছিল।ওদের প্রথমে বাধা দেওয়া হয়। এরপর শুরু হয় বোমাবাজি।আমার ছেলে তখন পাড়ে দাঁড়িয়ে ছিল।ওকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়,ও পুকুরে পড়ে গেলে আবারও ছোঁড়া হয় বোমা।পরে আমাদের কর্মীরা ওকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমরা খোঁজ নিয়ে জানতে পারি, যারা বোমা ছুঁড়েছে তারা বিজেপি করে। অপরাধমূলক কাজের সঙ্গেও ওরা যুক্ত বলে জানা গেছে।”
যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি’র জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন,”ঘটনার সময় ওই গ্রামে আমাদের কেউ ছিল না।নিজেরা পঞ্চায়েত দখল নিয়ে ঝামেলা করে এলাকায় বোমাবাজি করেছে।তাই,আহত হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584