কোচবিহারের নির্মীয়মান সেতুতে বোমা ফাটাবার অভিযোগ

0
42

মনিরুল হক, কোচবিহারঃ

Accusation of bombing at under construction bridge | newsfront.co
নিজস্ব চিত্র

কোচবিহার ২ নং ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনচুকামারিতে নির্মিয়মান একটি সেতুতে বোমা ফাটালও দুষ্কৃতীরা। ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে এবং প্রশাসনিক স্তরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে রবিবার সকালে সেতুটি পরির্দশনে যান উত্তরবঙ্গ উন্নয়নের দপ্তরের ইঞ্জিনিয়ার। অভিযোগ গত গভীর রাতে ওই সেতুর উপর সাতটি শক্তিশালী বোমা ফাটানো হয়।

Accusation of bombing at under construction bridge | newsfront.co
নিজস্ব চিত্র

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিভাগীয় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুলে ওই এলাকার মরাতোর্ষা নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ চলছে। সেখানে এধরনের বোমা কেন ফাটানো হল তা নিয়ে ধন্ধে রয়েছে সরকারী কর্তারাও।

Accusation of bombing at under construction bridge | newsfront.co
নিজস্ব চিত্র

এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, দুষ্কৃতীরা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতেই এধরনের কাণ্ড ঘটিয়েছে। উন্নয়নের কাজকে স্তব্ধ করতেই তারা এধরনের কাজ করেছে বলে মনে করছেন তিনি।

রবিবাবু বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বিষয়টি তদন্ত করে উপযুক্ত শাস্তি তারা দেবেন।

আরও পড়ুনঃ বারুদের স্তূপ খড়গ্রাম, উদ্ধার বোমা, ধৃত ৩

এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাব অ্যাসিন্টেট ইঞ্জিনিয়ার শরদিন্দু রায় বলেন, আমাদের কাছে গতকাল গভীর রাতে খবর আসে বনচুকামারির নির্মিয়মান সেতুটিতে কয়েকটি বোমা ফাটানো হয়েছে। যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে সেতুর ডেকগুলি। আজ সকালে এসে আমরা বোমার কিছু ফাটানো অংশ দেখতে পাই। বিষয়টি আমরা পুলিশে জানিয়েছি, তারাই এখন তদন্ত করে দেখবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here