রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
খড়গ্রাম থানার পুলিশ রবিবার বাক্কার সেখ নামক এক ব্যক্তির বাড়ী থেকে দশটি তাজা বোমা উদ্ধার করেন।
সেই সূত্রে আটক করেন আরও দুজনকে।ধৃতদের নাম রাজু সেখ ও ভজা সেখ।
তাদের তিনদিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছিল।
গত মঙ্গলবার বিকালে খড়্গ্রাম থানার চন্দ্রসিংহবাটী গ্রামে বোমাবজির কারনে আহত হয় নবম শ্রেণির এক ছাত্রী। ঠিক তার চার দিন আগে শনিবার রাত্রে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মাইনূল সেখ দুষ্কৃতীদের গুলিতে আহত হয়।
দুটি ঘটনার পর মঙ্গলবার এর ঘটনায় খড়গ্রাম থানার পুলিশ বাক্কার সেখ, রাজু সেখ এবং ভজা সেখ এই তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদের পুলিশি হেফাজতে রাখে।
ঘটনার জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বাক্কার সেখ নামক এক ব্যাক্তির বাড়ি থেকে শনিবার রাত্রে দশটি তাজা বোমা উদ্ধার করেন খড়গ্রাম থানার পুলিশ।
আরও পড়ুনঃ দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় নিহত বিজেপি কর্মী
আজ সিআইডি ও খড়গ্রাম থানার পুলিশের উপস্থিতিতে বোমা নিষ্ক্রিয়করন দপ্তরের কর্মীরা সেগুলিকে নষ্ট করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584