রাস্তা সম্প্রসারণের নামে ঘরবাড়ি ভাঙার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

0
48

মনিরুল হক,কোচবিহারঃ

Accusation of breaking houses against promoters
নিজস্ব চিত্র

রাস্তা নির্মাণের জন্য জোর করে রাস্তার পাশে থাকা বাড়ি ও দোকান ঘর ভেঙ্গে রাস্তা তৈরি করার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। জোর করে রাস্তার পাশে থাকা বাড়ি ও দোকানঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ তুলে ঠিকাদারের বিরুদ্ধে রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্দরান ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

Accusation of breaking houses against promoters
রাস্তায় এলাকাবাসীদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

জানা গিয়েছে,অন্দরান ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দত্ত পাড়া কালিবাড়ি থেকে বিলসি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে কিছু দিন আগে থেকে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,ওই কাজের ঠিকাদারের লোকজন রাস্তার পাশের ঘর বাড়ি এবং দোকান পাট অনুমতি ছাড়াই ভেঙে দেয়।এই অভিযোগ তুলেই স্থানীয় এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়েই রাস্তা তৈরির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান।
স্থানীয় এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘আমাদের না জানিয়েই আজ সকাল থেকে আমাদের পুলিশের ভয় দেখিয়ে ঘরের বারান্দা এবং কয়েকটি দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট ঠিকাদার ক্ষতিপুরন না দিলে এলাকাবাসী কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
অন্দরান ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের ৮/৪৯ নম্বর বুথের সদস্য বলেন, ‘বিষয়টি নিয়ে আমার পুরোপুরি জানা নেই।আমার ধারনা যে ঠিকাদার যে কাজ করছে সেটা মাপের বাইরে কাজ করছে।’

আরও পড়ুনঃ উল্টে গেল গ্যাস ভর্তি গাড়ি,রাস্তা নির্মাণে বেনিয়মের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা

অন্দরান ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীন্দ্র নাথ মল্ডল বলেন, ‘রাস্তার যেটা মাপ রয়েছে সেটা থেকে বেশি দুর নিয়ে গিয়ে বাড়িঘর এবং কিছু দোকান জোর করে সংশ্লিষ্ট ঠিকাদার ভেঙ্গে দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন।এরকম হয়ে থাকলে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here