তৃণমূলের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ জনের

0
50

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

John Barla | newsfront.co
নিজস্ব চিত্র

ফালাকাটা ১৩ নং মন্ডলের উদ্যোগে মঙ্গলবার জটেশ্বর সুকান্ত ভবনে আলিপুরদুয়ার জেলা সাংসদ জন বারলাকে সংবর্ধনা দেওয়া হল।

John Barla | newsfront.co
জন বার্লা,সাংসদ আলিপুরদুয়ার।নিজস্ব চিত্র

জানা গেছে, আজ ও কাল এই দুইদিন ফালাকাটার বিভিন্ন এলাকা চষে বেড়াবেন বিজেপি দলের আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। এদিন ফালাকাটার বিজেপির ১৩ নং মন্ডলে বিভিন্ন কর্মসূচী পালন করেন নব নির্বাচিত সাংসদ। এদিন জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান সাংসদ। সেখানে মেহগনি গাছের চারা রোপন করেন। এর পর তার ক্ষীরেরকোট গার্লস ও বয়েজ হাইস্কুলে গিয়ে বৃক্ষরোপণ করেন।

John Barla | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন সাংসদ জন বারলা বলেন,’ জটেশ্বর হাসপাতালে চারা গাছ রোপন করেন ও চিকিৎসকদের কথা বলে সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন। বিকেলে ফালাকাটা ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার কথা জানান। এদিন সাংসদকে তৃণমূলের জনসংযোগ বিষয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান ‘এখন কোন কিছুই হবে না। জনগন ওদের পাশে নেই ।

Bjp workers | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মালয়েশিয়ায় ধৃত ছেলেকে ফিরে পেতে সাংসদের কাছে দরবার মায়ের

ওরা এখন জাতপাত নিয়ে লড়াই করতে ব্যস্ত। নিজেদের প্রতি বিশ্বাস নেই বলেই পুলিশকে দিয়ে পার্টি করাচ্ছে। এখন তো খালি ঝান্ডা ধরানো বাকি আছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here