নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
চাকরি দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বারবিশা ফাঁড়ির পুলিশ। ধৃত ওই ব্যক্তি পেশায় শিক্ষক।
জানা গিয়েছে, ধৃত ওই শিক্ষকের নাম পার্থ সরকার তিনি একজন প্রাইমারী স্কুলের শিক্ষক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে পার্থ সরকারের বাবা আনন্দমোহন সরকার ও তার মা রত্না সরকারকে। তার বাড়ি কুমারগ্রাম ব্লকের বারবিশার লস্করপাড়া এলাকায়। বুধবার বিকেলে ওই জনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক স্কুল শিক্ষক সহ অন্য বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা তুলে নেয় অভিযুক্ত পার্থ সরকার। যদিও পরবর্তী সময়ে চাকরি দিতে পারেনি বলে অভিযোগ। এই বিষয়ে পুলিশে কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। ঘটনার তদন্তে নেমে পুলিশ পার্থ সরকার সহ বাকিদের গ্রেফতার করা হয় । পার্থ সরকার রায়ডাক বনবস্তি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক পদে কর্মরত। তার বাবা আনন্দমোহন সরকার অবসরপ্রাপ্ত হাই স্কুল শিক্ষক।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় চলন্ত ছোট চার চাকা গাড়িতে আগুন
এ বিষয়ে কুমারগ্রাম থানার ইন্সপেক্টর ইনচার্জ বাসুদেব সরকার বলেন, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” বৃহস্পতিবার ধৃত তিন ব্যক্তিকে আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়। এই বিষয়ে পার্থ সরকার বলেন, তিনি কিছুই জানেন না ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584