মনিরুল হক,কোচবিহারঃ
ইভিএম মেশিনে বিজেপির প্রতীক চিহ্ন ঢেকে ছাপ্পার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহের ৫৬ নম্বর বুথে।
ওই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে।
জানা গেছে,জামালদহের ওই ৫৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। সেখানে রাজ্যের সশস্ত্র বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তাই তৃণমূল কংগ্রেস বিজেপির প্রতীক ঢেকে দিয়ে ছাপ্পা দিচ্ছে বলে অভিযোগ।
এদিন ওই ঘটনার পর বিজেপির অভিযোগ,সেই সুযোগে ইভিএম মেশিনে বিজেপির প্রতীক চিহ্ন ঢেকে দিয়ে ছাপ্পা মারা হচ্ছিল। এভাবেই বেশ কিছুক্ষণ ভোট প্রক্রিয়া চলার পর বিষয়টি আমাদের নজরে আসেন। সেই ঘটনা নিয়ে তৃণমূলের সাথে বিজেপি কর্মীদের বচসায় জড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ রায়গঞ্জে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
অভিযোগ,বিষয়টি নিয়ে প্রিসাইডিং অফিসার কোনও ব্যবস্থা নেননি।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এখন স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ হচ্ছে।তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেন নি প্রিসাইডিং অফিসার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584