শেষ দুই টেস্টে ভারতের দল ঘোষিত সহ অধিনায়ক রোহিত

0
70

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি রয়েছে দুটি টেস্ট। সেই ২ টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত। অজিঙ্ক রাহানের নেতৃত্বে চোট পেয়ে উমেশ যাদবের জায়গায় ১৮ জনের দলে এলেন পেসার টি নটরাজন। আইপিএলে ভালো বল করে অস্ট্রেলিয়া সফরেই একদিনের দলে প্রথম সুযোগ পান তিনি। সেই ম্যাচে ২ উইকেট নিয়ে নজর কাড়েন নটরাজন। এরপরে তাঁকে খেলানো হয় টি-২০ সিরিজেও। ৩ ম্যাচে বাঁ-হাতি পেসার নেন ৬ উইকেট। এবার টেস্ট দলেও সুযোগ পেলেন তিনি।

India Team | newsfront.co

আর এক চোট পাওয়া পেসার মহম্মদ শামির বদলে দলে এসেছেন পেসার শার্দূল ঠাকুর। ২০১৮ সালে টেস্ট অভিষেক ঘটলেও, মাত্র ১০ বল করেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এবার ফের সুযোগ তাঁর সামনে। ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলা টেস্টে ৩ নম্বর পেসার হিসেবে জশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের সঙ্গে কে সুযোগ পান সেটাই দেখার!

আর রোহিত শর্মা দলে ঢুকেই পূজারার জায়গায় দলের সহ অধিনায়ক হয়ে গেলেন। তিনি হনুমা বিহারিকে সরিয়ে মিডল অর্ডারে খেলেন না মায়াঙ্ক বা গিলের জায়গায় ওপেন করেন সেই দিকেও নজর!

আরও পড়ুনঃ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলা দলের অধিনায়ক বদল

শেষ ২ টেস্টের ভারতীয় দলঃ অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, ঋদ্ধি মান সাহা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবি চন্দ্র অশ্বিন, টি নটরাজন, জসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here