হরষিত সিংহ,মালদহঃ
পঞ্চায়েত নির্বাচনের মত বিদ্যালয়ের পরিচালনা সমিতির ভোটদান কক্ষে ছাপ্পা ভোট ও বিরোধী পোলিং এজেন্টদের প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক থানার সুজাপুর নয় মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসায়। প্রাণনাশের হুমকির ভয়ে ভোট দান কক্ষ থেকে বেরিয়ে যান কংগ্রেসের ছয় পোলিং এজেন্ট। কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয় প্রধান শিক্ষককে। বিষয়টি খতিয়ে দেখে প্রধান শিক্ষক বলেন নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ পর্ব।
মালদহের কালিয়াচক থানার সুজাপুর নয় মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ছিল রবিবার। পরিচালন সমিতির মোট আসন ছয়টি। একটি মহিলাদের জন্য সংরক্ষিত। তৃনমুল কংগ্রেস ও কংগ্রেস ছয়টি আসনেই প্রার্থী দিয়েছে। দুইটি আসনে নির্দল প্রার্থী লড়াই করছে। মোট ১৪ জন প্রার্থী এই নির্বাচনে লড়াই করছে। মোট ভোটার ১৪৪৬ জন। রবিবার নির্ধারিত সময়ে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয় ভোট গ্রহন। উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক ঈশা খান চৌধুরি সহ স্থানীয় নেতৃত্ব। অপর দিকে তৃণমূলের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। ভোট দান পর্ব চলাকালীন কংগ্রেসের পোলিং এজেন্টরা অভিযোগ করেন। তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছে। এমনকি তাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ আদিল হোসেনকে লিখিত আভিযোগ জানায় কংগ্রেস নেতৃত্ব। এমনকি ভোট নেওয়া বন্ধ করে বাইরে বেড়িয়ে পড়েন কংগ্রেসের ছয় সদস্য। অভিযোগ পেয়ে তদন্তে যান প্রধান শিক্ষক। সমস্ত কিছু খতিয়ে দেখে তিনি জানান নির্বিঘ্নেই চলছে ভোট গ্রহণ পর্ব।
এই বিষয়ে কংগ্রেসের বিধায়ক ঈশা খান চৌধুরি বলেন,সকাল থেকে আমাদের ভোটারদের ভোট দিতে দিচ্ছেনা। ভেতরে এজেন্টদের হুমকি দিচ্ছে শাসক দলের কর্মীরা। তারা ছাপ্পা ভোট ও বুথ দখল করে রেখেছে। কিন্তু শাসক দলের কর্মীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ। এই বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সভাপতি সহরুল বিশ্বাস বলেন,ভোট শান্তি পূর্ণ ভাবেই হচ্ছে। কংগ্রেসের পক্ষে কোন ভোট পড়ছেনা। তাই তারা মিথ্যা অভিযোগ তুলছে শাসক দলের বিরুদ্ধে। ভোট বানচাল করার জন্য কংগ্রেস আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে।
আরও পড়ুনঃ উড়ালপুলের নিচের আসাম রেলগেট খুলে রাখার দাবিতে আন্দোলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584