উপনির্বাচনে মাওবাদী যোগে তৃণমূলের বিরুদ্ধে গন্ডগোল সৃষ্টির অভিযোগ দিলীপের

0
59

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

Dilip Ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাক্কালে আবারও তৃণমূল কংগ্রেস মাফিয়ারাজ- গুন্ডারাজ ফিরিয়ে এনে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

Dilip Ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

আজ তিনি মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকায় জনতার দরবারে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেছেন। মাওবাদীদের নিয়ে এসে গন্ডগোল লাগানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কিন্তু এটা তাঁরা হতে দেবেন না বলেও পরিষ্কার জানিয়েছেন দিলীপ ঘোষ।

পশ্চিমবঙ্গের পরিবর্তন হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আর যাই হোক খড়্গপুরের মানুষ শান্তিতে আছেন, তাঁরা শান্তি বিঘ্নিত হতে দেবেন না। তাই বিজেপির তাদের সঙ্গেই আছে। তিনি কয়েক বছর আগের কথা উল্লেখ করে বলেন, খড়্গপুরের জনগণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়ে বিধানসভা ও পুরসভা নির্বাচনে বিজেপি কে ভোট দিয়েছিল তারা মাফিয়ারাজ বন্ধ করতে চাই বলে আর সেজন্যই বিজেপি জিতেছিল।

আরও পড়ুনঃ এনআরসি’র বিরুদ্ধে বহরমপুরে তৃণমূলের মিছিল

তারপর থেকে দীর্ঘদিন মাফিয়ারাজ বন্ধ ছিল এই শহরে। মানুষের আত্মবিশ্বাস ফিরে আসার জন্য এই মাফিয়ারাজ বন্ধ হয়েছিল। বারবার হারার পরে কোন তৃণমূল কংগ্রেস আবারো সেই পুরনো রাস্তায় যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাংসদ দিলীপ ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here