মনিরুল হক,কোচবিহারঃ
হাসপাতালের রোগীদের বাসি ও পচা খাবর দেওয়ার অভিযোগ উঠল কোচবিহারে। হাসপাতাল থেকে দেওয়া ওই খাবর গুলি খেয়ে কেউ কেউ বমিও করছিল বলে অভিযোগ।
কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে ওই দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া হয় বলে অভিযোগ রোগী ও তাঁর আত্মীয়দের।
অভিযোগ, বুধবার সকালে প্রসূতি বিভাগে ভর্তি থাকা মহিলাদের পচা ও বাসি দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া হয়। এই ঘটনায় ক্ষোভ উগরে দেন হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাঁদের আত্মীয়রা।
ইতিমধেই বিষয়টি নিয়ে তাঁরা কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডঃ রাজীব প্রসাদকে লিখিত অভিযোগ জানিয়েছেন।
হাসপাতালের এক রোগীর আত্মীয় অর্চনা দাস বিশ্বাস বলেন, আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রসূতি বিভাগে ভর্তি থাকা মহিলাদের খাবার দেওয়া হয়।আমার রোগীকেও ওই হাত দেওয়া হয়।এক মুঠ ভাত খাওয়ার পরেই সে বমি করতে থাকে।হঠাৎ কেন সে বমি করছে জানতে চাইল সে বলে পচা ও বাসি ভাত খেতে দেওয়া হয়েছে।এরপর বিষয়টি কর্তব্যরত নার্সকে জানাই।পরে হাসপাতাল সুপার ও এমএসভিপিকেও অভিযোগ জানাই।
আরও পড়ুনঃ ওয়ার্ডে আত্মীয়দের ভিড় রুখতে কড়া দাওয়াই হাসপাতাল কর্তৃপক্ষের
পচা ও বাসি খাবার দেওয়ার অভিযোগের বিষয়ে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডঃরাজীব প্রসাদ জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন।খাবার দেওয়ার দায়িত্বে থাকা কন্ডাক্টরকে তিনি ডেকেছেন।অভিযোগ সত্য প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584