নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
স্কুল শিক্ষিকদের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীদের শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা-২ ব্লকের তাজপুর জুনিয়র বেসিক স্কুলে।সোমবার স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা অভিযুক্ত দুই স্কুল শিক্ষককে স্কুলের মধ্যে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।পাশাপাশি গ্রামবাসীরা অভিযুক্ত দুই স্কুল শিক্ষককে মারধরও করে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন অভিভাবকেরা ওই স্কুলে অভিযুক্তদের ঘিরে বেশ কয়েকঘন্টা ধরে বিক্ষোভ দেখাল।খবর পেয়ে ঘটনাস্থলে এসে এগরা থানার পুলিশ অভিযুক্ত দুই স্কুল শিক্ষককে আটক করেছে। অভিযুক্তরা ঘটনার কথা স্বীকারও করেছে বলে দাবি স্থানীয়দের। যদিও থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, এগরার তাজপুর জুনিয়র বেসিক স্কুলের দুই পার্শ্ব শিক্ষক সরোজ চন্দ্র জানা ও মৃণালকান্তি দাস দীর্ঘদিন ধরে স্কুলের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্রীদের উপর শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ।আবার স্কুলে ক্লাস চলাকালীন অভিযুক্ত শিক্ষকেরা ছাত্রীদের কোলে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পাশাপাশি বুকে ও গোপনাঙ্গে হাত দিত বলে অভিযোগ। এই ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে বলে সূত্রের খবর।কিন্তু স্কুলের ছাত্রীরা শিক্ষকদের ভয়ে বাড়িতে এই সব ঘটনা সম্পর্কে কিছুই জানাত না।

গত শনিবার স্কুল থেকে বাড়ি এসে এক ছাত্রী তাঁর মাকে পুরো ঘটনা জানায়।পাশাপাশি ওই অভিযুক্ত শিক্ষকেরা পাঁচ- ছয় জন ছাত্রীর যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। তারপর রোজকারের মতো অভিযুক্ত ওই শিক্ষককেরা সোমবারও স্কুলে আসেন।এদিন ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকেরা স্কুলে চড়াও হয়।স্কুলে শিক্ষকদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে স্কুলে তালাবন্ধ করে বিক্ষোভ দেখায়।
আরও পড়ুনঃ বাড়ির বদলে গৃহবধূকে কুপ্রস্তাব স্থানীয় তৃণমূল নেতার
বেশ কয়েকঘন্টা ধরে চলে বিক্ষোভ।ঘটনার খবর পেয়ে ওই স্কুলে সটান হাজির হন এগরা-২ ব্লকের বিডিও রাণী ভট্টাচার্য।তিনি বলেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।আমরা ব্লক প্রশাসনের তরফে বিষয়টি উচ্চপদস্থ আধিকারিককে জানাব।” এগরার এসডিপিও আকতার আলি বলেন,”বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আইন আইনের পথে চলবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584