সুদীপ পাল,বর্ধমানঃ
পাঁচ বছরের শিশুকে খুন করার অভিযোগ উঠল জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। এই অভিযোগের পর শিশু জেসমিন খাতুনের মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠালো বর্ধমানের ভাতার থানার পুলিশ।

জেসমিন খাতুনের মা ফতেমা বিবির সঙ্গে বাবা হানিফ সেখের বিবাহ বিচ্ছেদ হয় মাস চারেক আগে।মেয়েকে নিয়ে ঝাড়ুল গ্রামের বাপের বাড়িতে থাকতে শুরু করেন ফতেমা বিবি।খেলতে গিয়ে জলে পড়ে যায় জেসমিন।তাই মৃত্যু হয়েছে মেয়ের বলে জানান ফতেমা বিবি। তিনি বলেন, প্রথমে গুসকরা স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।
যদিও মৃতার দাদি (ঠাকুমা) আসাতন বিবি অভিযোগ করেছেন,তাঁর নাতনিকে খুন করেছেন বৌমা ফতেমা।
আরও পড়ুনঃ নদীয়ায় ইভিএমের দায়িত্বে থাকা অফিসার নিখোঁজ
তাঁর অভিযোগের ভিত্তিতে জেসমিন খাতুনের মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।কিন্তু তখন ময়নাতদন্ত হল না কেন?মানবিক কারণেই মৃতদেহের ময়নাতদন্ত করা হয়নি বলে জানান ফতেমা বিবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584