মন্তেশ্বর কেতুগ্রামে আধাসামরিক বাহিনীর রুট মার্চ

0
73

শ‍্যামল রায়,কালনাঃ

ভোটারদের মনে মনোবল বাড়াতে আধা সামরিক বাহিনী মন্তেশ্বর ও কেতুগ্রামে রুট  মার্চ করল।শনিবার, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, বিগত পঞ্চায়েত নির্বাচনে মন্তেশ্বর বিধানসভা ও কেতুগ্রাম বিধানসভার এলাকায় পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলের নেতারা।

তাই বিরোধীদের কথামতো আধা সামরিক বাহিনী রুট মার্চ করল এই দুই বিধানসভা এলাকাতে।

 

Route march of Paramilitary forces at ketugram
রুট মার্চ।নিজস্ব চিত্র

দুই বিধানসভা এলাকার মধ্যে মন্তেশ্বর বিধানসভা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পাশাপাশি বিরোধী দলের সংগঠনও শক্তিশালী,তাই ভোটের সময় শান্তি বিঘ্নিত হতে পারে এমনটাই মনে করছেন ভোটাররা।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মন্তেশ্বর বিধানসভা এলাকা তে তারাই এখন প্রধান শক্তি‌। শাসকদলের জনসংযোগ কমেছে এবং বিরোধীরা যতই শক্তিশালী হচ্ছে ততই পুলিশ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং প্রাননাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ  ঘোষের।

মন্তেশ্বর বিধানসভা এলাকার বিজেপি নেতা রাজেশ রায়ের অভিযোগ ভোটাররা ঠিকমতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এখানে শাসক দলের ভরাডুবি হবে। বিধানসভা এলাকার তৃণমূল সিপিএম কংগ্রেস থেকে বহু   কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছেন।
ফলে বিজেপির সংগঠন যত শক্তিশালী হচ্ছে ততই  শাসক দলের নেতাকর্মীরা চিন্তিত হয়ে পড়ছে বলে অভিযোগ বিজেপি নেতাদের।

আরও পড়ুনঃ জলঙ্গীতে কেন্দ্রীয় বাহিনীর সাথে রুট মার্চে রাজ্য পুলিশ

যদিও শাসক দলের নেতাদের তরফ থেকে দাবি করা হয়েছে যে বিরোধীদের মিথ্যা অপপ্রচার।উন্নয়নকে প্রচারের হাতিয়ার করেই আমরা  ভোটে জিতব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here