সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে।মৃত গৃহবধুর নাম সোমাশ্রী পুরকাইত (২৮)।
ঘটনাটি ঘটে ফলতা থানার দীঘিরপাড় এলাকায়। সোমাশ্রী পুরকাইতের বাপের বাড়ি।অভিযোগ প্রায় আট বছর আগে ফলতা থানার দীঘিরপাড় এলাকার বরুণ পুরকাইতের সঙ্গে রামনগর থানার পানা গ্রামের সোমাশ্রী কাঞ্জীর বিয়ে হয়।উভয় পরিবারের মধ্যে দেখা শোনা করে বরুণ ও সোমাশ্রীর।বরুণ পেশায় মটর মেক্যানিক্যাল।
বাবার গ্যারেজে কাজ করত।প্রথমদিকে দুজনের বেশ ভালই সংসার চলছিলো। তাদের ৬ বছরের কন্যা সন্তান আছে।নিহতের মা শিপ্রা কাঞ্জী জানান,বিয়ে সময় নগদ কিছু টাকা না দিলেও তখন প্রচুর সোনার গহনা দেওয়া হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকে জামাই বরুণ নিজে টাকা না চাইলেও মেয়েকে চাপ দিতো আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। এই নিয়ে প্রায় অশান্তি লেগে থাকতো।মারধর করতো মেয়েকে। এখানে চলে আসতো । আবার জামাই এসে বুঝিয়ে নিয়ে চলে যেত। ঘটনার দিন সন্ধ্যায় মেয়ে আমার কাছে ফোন করে।তার সঙ্গে অনেকক্ষন কথা হয়। পরে রাত নটার সময় জামাই আমার কাছে ফোন করে বলে আপনার মেয়ে গায়ে আগুন দিয়েছে,মেয়েকে পাড়ার লোক উদ্ধার করে নিয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসে।ওখান থেকে কলকাতার বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় সেখানে মারা যায়।
শ্বশুর বাড়ির পরিবারের ছয় জনের নামে অভিযোগ করা হয়েছে। পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলছে নিহতের পরিবার।
আরও পড়ুনঃ বিধায়কের গাড়িতে বোমা,মৃত তিন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584