নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
পণের খাট ভাল না দেওয়ায় এক মাসের নববধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে মোথাবাড়ি থানার টিটিপাড়া গীতামোড়ে ঘটনাটি ঘটেছে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম তৃপ্তি মন্ডল(২২)। স্বামী অচিন্ত্য মন্ডল।পেশায় সাটারিং মিস্ত্রী।
জানা গিয়েছে,গত প্রায় এক মাসে আনুষ্ঠানিক ভাবে পরিবারের মতে তাদের বিয়ে হয়।কালিয়াচক থানার সুজাপুর পঞ্চায়েতের মধুঘাটের বাসিন্দা নগেন মন্ডলের ছোট মেয়ে তৃপ্তির সঙ্গে বিয়ে হয় অচিন্ত্যর।
বিয়ের সময় পণ হিসাবে একটি মোটরবাইক,নগদ টাকা সহ ঘরের আসবাবপত্র দেয়। পণের খাট ভাল না হওয়ার বিয়ের কয়েক দিন পর থেকেই নববধূর উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা।মাঝে একবার মেয়েকে বাড়ি ফিরিয়ে আনে বাবার বাড়ির লোকেরা। দুই পরিবারের মধ্যে মিমাংসা করা হয়।শ্বশুরবাড়ি ফিরে আসে তৃপ্তি। তার পরেও অত্যাচার করত পরিবারের লোকেরা।
আরও পড়ুনঃ মেয়ের শ্বাশুড়ীকে ধারালো অস্ত্র নিয়ে হামলা,গ্রেফতার ১
বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ির লোকেরা গৃহবধূকে মারধোর করে শ্বাসরোধ করে খুন করে। তারপর ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়।স্থানীয় বাসিন্দারা বাবার বাড়িতে খবর দিলে ছুটে আসে।ঝুলন্ত দেহ দেখতে পায় খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনায় বাবার বাড়ির লোকেরা খুনের অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584