রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
পারিবারিক হিংসার শিকার হলেন মহিলা। আজ থেকে এক বছর আগে সালার থানার সরমস্তিপুরের বাসিন্দা কবির সেখের সঙ্গে ঐ গ্রামের আমেনার দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিবাহ হয়।ভালোবেসে বিয়ের কারণে দুই পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকতো।গত কাল রাত্রে আমিনার বাপের বাড়ির কয়েকজন কবিরের বাড়িতে ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীর ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপ,ফের উত্তপ্ত সিতাই
কবির সেখকে না পাওয়াই কবির সেখের মা নুরেজে বিবির(৪৫) উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে।নুরেজা বিবির চিৎকার শুনে পরিবারের অন্যেরা বেরিয়ে আসে।অস্ত্র সহ হাতে নাতে ধরে ফেলে ফুলু সেখ কে।এই ঘটনার জেরে সালার থানায় ছয় জনের নামে অভিযোগ দায়ের হয়।পুলিশ ফুলু সেখকে আটক করেন।বাকি পাঁচ জন পলাতক ঘটনার পর থেকে।তাদের খোঁজে তল্লাশি শুরু করছে সালার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584