সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বাড়ি থেকে বেরিয়ে খুন মন্দিরে বাজারে বাসিন্দা যুবক সাদ্দাম মোল্লা(২৫) সন্দেহের তীর স্ত্রীর দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দামকে ভোলাহাট থানার জালালবাবু ঠেকের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা।তারা খবর দেয় ঢোলাহাট থানা।
পুলিশ আসার আগে স্থানীয় লোকজন সাদ্দামকে কুলপি হাসপাতালে নিয়ে যায়, সেখানে অবস্থা খারাপ হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে,কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হসপিটাল ভর্তি করা হয়।সেখানেই মৃত্যু হয় সাদ্দামের।
পরিবারের অভিযোগ এই ঘটনার সঙ্গে সাদ্দামের স্ত্রী এবং তার পরিবারের লোকজন জড়িত।একটি অভিযোগ দায়ের হয়েছে ভোলাহাট থানায়।অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট থানা পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়,মন্দির বাজার থানার রাম নারায়ণপুরের বাসিন্দা সাদ্দাম।বছর তিনেক আগে ঢোলাহাট থানার ১৯ নম্বরের বাসিন্দা মমতাজের সঙ্গে বিয়ে হয় তার।বিয়ের পর তাদের এক সন্তান হয়।কিন্তু সাদ্দাম নেশাগ্রস্ত হওয়ায় তার স্ত্রীর সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে বলে অভিযোগ,এমনকি কোটে ডিভোর্সের মামলা চলছে গত এক বছর ধরে,কিন্তু তার নিজের সন্তানকে কাছে রাখতে চেয়েছিল সাদ্দাম তাই বারবার আসত তার শ্বশুরবাড়িতে।
এই নিয়ে তাদের মধ্যে বিবাদ চলত।অন্যদিকে স্ত্রী মমতাজ তার সন্তানকে ছাড়তে চায়নি। সাদ্দাম পেশায় ব্যবসায়ী লক্ষীকান্তপুরে তার একটি দোকানও রয়েছে।শনিবার দুপুরে নিজের বাইক নিয়ে বেরিয়ে ছিল সাদ্দাম,তারপর থেকে তার আর কোনো খোঁজ ছিল না।
আরও পড়ুনঃ দরজা ভেঙে ঘরে ঢুকে যুবককে খুন করলো দুষ্কৃতীরা
পুলিশের তদন্তে উঠেছে সাদ্দাম দুপুরে তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। পরে দুই বন্ধু মিলে মদ খায় এরপর রাত্রি আটটা নাগাদ ঢোলাহাট থানার জালালপুর বাবুর ঠেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন।
নিজের ছেলেকে দেখতে এসে সাদ্দামের যে করুণ পরিণতি ঘটবে সেটা কেউ মানতে পারছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584