সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

গৃহবধূর গলা টিপে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে নোদাখালি থানার দক্ষিণ পোয়ালীর ঘটনা।




আট বছর আগে বনগ্রামের বাসিন্দা মুজাফর মণ্ডলের সঙ্গে দক্ষিন পোয়ালী বাসিন্দা আরিফা খাতুন বিবি(২৫ ) বিবাহ হয়। বিবাহের বেশ কিছুদিন ধরে ভালো ভাবেই কাটছিল।এক পুত্র সন্তান( ৬) এবং আড়াই বছরের এক কন্যা সন্তানজন্ম বর্তমান।

মুজাফার মণ্ডল তার স্ত্রী আরিফা খাতুন বিবি সঙ্গে লাগাতার অশান্তি চলছিল স্ত্রীর উপর চাপ দিতে থাকে বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য পাশাপাশি আরিফা বিবি খাতুন তার পরিবারের লোকজনদেরকে সমস্ত কথাবার্তা বলে এবং মেয়ের সুখের জন্য তারা নিজেদের জমি বিক্রি করে ২ লক্ষ টাকা দেয়।

দুই মাস আগে পাশাপাশি আবারও টাকা আনার জন্য চাপ দিতে থাকে না আনায় গলা টিপে খুন করেছে এমনই অভিযোগ মৃতা আরিফা বিবি খাতুনের পরিবারের লোকজনদের।
আরও পড়ুনঃ গরু চুরির অভিযোগে রণক্ষেত্র তুফানগঞ্জ,আক্রান্ত পুলিশ সংবাদমাধ্যম

নোদাখালি থানার অভিযোগ দায়ের করেছে,অভিযুক্ত মুজাফর মণ্ডল ও তার পরিবারের লোকজন পলাতক,মুজাফর পেশায় সুদের টাকা খাটাতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584