বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী’র বিরুদ্ধে

0
123

হরষিত সিংহ,মালদহঃ

বিবাহ বর্হিভূত সম্পর্কের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। সোমবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের সুজাপুর পঞ্চায়েতের নাজিরপুর চিত্তি মোড় এলাকায়।কালিয়াচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।ঘটনার পর থেকে পলাতক আভিযুক্ত প্রেমিক।

অভিযুক্ত আজিমা বিবি।ছবিঃঅভিষেক দাস

পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম শের মহম্মদ ওরফে সেনু(৪২)।বাড়ী কালিয়াচক থানার সুজাপুর পঞ্চায়েতের নাজিরপুর চিত্তি মোড় গ্রামে।পেশায় তিনি ভিন রাজ্যে নির্মাণ মিস্ত্রী। পরিবারে রয়েছে স্ত্রী আজিমা বিবি সহ তিন ছেলে মেয়ে।পরিবার সূত্রে জানা গিয়েছে গত প্রায় একুশ বছর আগে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।

নিহত শের মহম্মদ।ছবিঃঅভিষেক দাস

স্থানীয়দের অভিযোগ গত প্রায় এক বছর থেকে আজিমা বিবি প্রতিবেশি নূর সেলিম হক ওরফে টানুর সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশিরা প্রতিবাদ জানায়,কিন্তু তাতে কর্ণপাত করেনি দুই পরিবার।গত কয়েক মাস আগে স্বামীর এমন চরিত্রের কথা জানতে পেরে নূর সেলিম হকের স্ত্রী বাড়ী ছেড়ে চলে যায়।ইদুজ্জোহা উপলক্ষে গত তিন দিন আগে বাড়ী ফিরেছেন আজিমা বিবির স্বামী সের মহম্মদ।সোমবার সকলে বাড়ীর মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও স্থানীয়রা।

ঘটনায় উত্তেজিত স্থানীয়দের একাংশ।ছবিঃঅভিষেক দাস

ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত দেহের গলায় দাগ ও ঘরের মধ্যে রক্তাক্ত গামছা উদ্ধার হওয়ায় স্থানীয়দের দাবী তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।এদিকে ঘটনার পর থেকে গ্রাম ছাড়া নূর সেলিম হক।গ্রাম বাসীদের প্রাথমিক অনুমান প্রেমিকে সঙ্গে নিয়ে মৃতের স্ত্রী তাকে খুন করেছে।খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। গ্রামবাসীরা আভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here