স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ইটাহার

0
150

নিজস্ব সংবাদদাতা,উত্তরদিনাজপুরঃ

আবারো উত্তর দিনাজপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার ইটাহার থানার বিধিবাড়ি গ্রামে। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম সৈফিয়া বিবি। অভিযুক্ত স্বামী মইদুল ইসলামকে গ্রেফতার করেছে ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত স্বামী মইদুল স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছে। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ইটাহারের বিধিবাড়ি গ্রামে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১১ই মে ইটাহারের কালীমনি লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মইদুল ইসলামের সাথে বিয়ে হয় ইটাহারের বিধিবাড়ির সৈফিয়া বিবির। বিয়ের পর কর্মসুত্রে মইদুল তার স্ত্রী সৈফিয়াকে নিয়ে দিল্লী চলে যায়। তারপরই সেখানে স্বামী মইদুল সৈফিয়াকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মারধোর ও করে। সৈফিয়া ঘটনাটি জানায় তার বাবাকে। সৈফিয়ার বাবা তাদের দুজনকে একবার দিল্লী থেকে ইটাহারে আসতে বলেন। বাড়িতে আসার জন্য সৈফিয়ার বাবা কিছু টাকাও পাঠিয়ে দেন। বাড়িতে আসার পরও তাদের দুজনের মধ্যেও ঝগড়া প্রতিনিয়ত লেগেই থাকতো। বুধবার রাতে স্থানীয় একটি আত্মীয় বাড়িতে নেমন্তন্ন খেয়ে বাড়ি ফিরে আাসার পর সৈফিয়াকে ফাঁকা জায়গায় গলাটিপে হত্যা করে বাড়িতে নিয়ে আসে।

নিজস্ব চিত্র

এরপর মইদুল জানায় সৈফিয়া গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এই খবর গ্রামে জানাজানি হতেই স্বামী মইদুলকে মারধোর করতেই সে স্ত্রীকে মেরে ফেলার কথা স্বীকার করে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। পুলিশ মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শেকের ছায়া। তদন্তে ইটাহার থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here