পণের দাবীতে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

0
88

শ্যামল রায়,নদীয়াঃ

অতিরিক্ত  পণের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নবদ্বীপ থানা সূত্রে জানা গিয়েছে মৃত বধূর নাম সুচিত্রা বৈরাগ্য বয়স ২৮। বাড়ি নবদ্বীপ থানার সরডাঙ্গা গুদাম গড় এলাকায়। বধুর বাবা সঞ্জয় বৈরাগ্য খুনের অভিযোগ দায়ের করেছেন নবদ্বীপ থানায়‌। পুলিশ অভিযোগ পেয়ে মৃতের শাশুড়ি কল্পনা অধিকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতকে শুক্রবার নবদ্বীপ আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। স্বামীসহ বাড়ির অন্যান্যরা পলাতক। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। এছাড়াও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে জানা যাবে।

মৃত সুচিত্রা বৈরাগ্য।নিজস্ব চিত্র

বধুর বাবা সঞ্জয় বৈরাগ্য জানিয়েছেন যে মায়াপুর বামুন পুকুরের দে পাড়ার বাসিন্দা রাম অধিকারীর সাথে এক বছর আগে তার মেয়ের বিয়ে হয়। তিনি অভিযোগ করেছেন যে বিয়ের পর থেকেই আরও অতিরিক্ত পণের দাবি আসতে থাকে জামাইয়ের বাড়ি থেকে। গত ১২ জুন  মেয়ে বাড়িতে তার মা সবিতা বৈরাগ্য কে জানায় যে এক লক্ষ টাকা জামাই চেয়েছে কি কাজ যেন করবে,কিন্তু মা সবিতা বৈরাগ্য মেয়েকে জানায় এই মুহুর্তে কি করে জোগাড় করবো কয়েকদিন পরে টাকাটা দিতে পারব।
কিন্তু বৃহস্পতিবার রাতেই মেয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়। তাদের বিশ্বাস টাকা দিতে না পারার কারণেই মেয়েকে মারধর করে শারীরিক অত্যাচারের মধ্যে দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এক রকম অভিযোগ করেছেন মৃতের বাবা সঞ্জয় বৈরাগ্য।
এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here