চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ মন্তেশ্বরে

0
39

শ্যামল রায়, মন্তেশ্বরঃ

সোমবার মন্তেশ্বর গ্রামীণ হাসপাতাল এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল হাসপাতলে।

accusation of Death of patient for neglected treatment | newsfront.co
নিজস্ব চিত্র

রোগীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে চিকিৎসকের গাফিলতির কারনেই রোগীর মৃত্যু ঘটেছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত রোগীর নাম মুস্তাক (৫৫) । বাড়ি মন্তেশ্বর থানার রাই গ্রামে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এদিন গ্যাস অম্বল নিয়ে পায়ে হেঁটে এসে এই হাসপাতালে ভর্তি হন মুস্তাক।

accusation of Death of patient for neglected treatment | newsfront.co
মৃত রোগী। নিজস্ব চিত্র

মৃতের ভাই ফিরোজ মুন্সির অভিযোগ, যে দাদা পায়ে হেঁটে এসে হাসপাতালে ভর্তি হলো আর তারপর মৃতদেহ নিয়ে বাড়ি ফিরতে হবে অবাক করার মতো ঘটনা। আমরা বারবার বলেছি চিকিৎসককে যে গুরুত্বসহকারে রোগীকে দেখুন। কিন্তু চিকিৎসক বারবার বলেছেন কোন অসুবিধা নেই আমরা অন্যত্র হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম।  কিন্তু রোগীর যখন মৃত্যু ঘটল
তখন রেফার করার কথা বলছেন চিকিৎসকরা।

রোগীর বাড়ির পরিবারের লোকজনের অভিযোগ রোগীর মৃত্যুর পর থেকেই হাসপাতালে প্রচুর পুলিশ মোতায়েন করে। এর কারণ একটাই চিকিৎসা নিয়ে যথেষ্ট গাফিলতি রয়েছে বলেই বুঝতে পেরে হাসপাতাল থেকে এই ধরনের ব্যবস্থা করেছিল বলে আমাদের ভাবনা।

কালনা মহকুমা হাসপাতালে রবিবার রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় তারপরের দিনই সোমবার মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায়।
যদিও হাসপাতাল সূত্রে খবর রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোন অভিযোগ জমা পড়েনি পরিস্থিতি স্বাভাবিক।

আরও পড়ুনঃ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভগবানপুর

পুলিশ মোতায়েন সম্পর্কে জানা গিয়েছে যে, হাসপাতলে প্রচুর রোগী ভর্তি রয়েছে কোনরকম শান্তি বিঘ্নিত না ঘটে তার জন্য আগাম নিরাপত্তা ব্যবস্থা করেছিল মন্তেশ্বর থানা তরফ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here