নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এলাকা দখলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর।
স্থানীয় সূত্রের খবর, তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষের জেরে ভগবানপুর থানার লালপুরে রাতভর চলে বোমাবাজি বলে অভিযোগ। বেশ কয়েকটি মোটরবাইকে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ।বাইকগুলো পুড়ে ছারখার হয়ে গিয়েছে।
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দফায় দফাই চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লালপুর এলাকাবাসীর আতঙ্কের মধ্যে রয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
ঘটনাস্থলে এগরার এসডিপিও আকতার আলির নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স ও র্যাফ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা থমথমে রয়েছে।
আরও পড়ুনঃ প্রকাশ্যে দুষ্কৃতী তান্ডবে উত্তেজনা গোবরডাঙ্গায়
ভগবানপুর-১ ব্লকের উত্তর মন্ডলের সভাপতি দেবব্রত করের অভিযোগ, সাধারণ মানুষ খুবই আতঙ্কে রয়েছে।তাঁরা বাড়ি থেকে বেরোতে পারছেন না। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হচ্ছে।চলছে বোমাবর্ষণ। আর এর মাশুল দিতে হচ্ছে নিরীহ মানুষকে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করে কার্যত সাধারণ মানুষকে গ্রেফতার করছে। তবে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584