নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের কেশপুরের দু’নম্বর শীর্শা গ্রাম পঞ্চায়েতের কালগেড্যা গ্রামের বাসিন্দা
সেক মুসলেম উদ্দিন দীর্ঘ দিন ধরে কংগ্রেস দল করার অপরাধে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।এমনকী শেখ রাজনের দোকান বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।ঘাটাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ সাইফুল বৃহস্পতিবার ভোট প্রচারে বেরিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায়,সেই সময় কেশপুরের এই অমানবিক ঘটনার খবর কানে আসতেই তিনি তড়িঘড়ি ছুটে যান কেশপুর এলাকায়,কথা বলেন কংগ্রেস কর্মী শেখ মুসলেম উদ্দিনের সাথে।

মুসলেম উদ্দিন জানান “আমি দীর্ঘ দিন ধরে কংগ্রেস দল করে আসছি,এমনকি একবার কংগ্রেস হয়েও পঞ্চায়েত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম,এখন বর্তমানে তৃণমূলের কিছু সন্ত্রাস বাহিনী আমার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় এমনকি বাজার ঘাট যেতে বাধা দেওয়া হয়,আমাকে ধীরে ধীরে এক ঘোরে করে দিচ্ছে তৃণমূলের সন্ত্রাস বাহিনী” এমনই অভিযোগ করেন কংগ্রেস কর্মী।
আরও পড়ুনঃ তৃণমূলের ফ্লেক্স-ব্যানার ছেঁড়ার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে
এই প্রসঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ সাইফুল এই বিষয় নিয়ে পুলিশ সুপারকে জানানো হবে বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584