হরষিত সিংহ,মালদহঃ
পরিকাঠামো বেহাল ও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখাল রোগীর পরিবার।সোমবার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল মালদহ শহরের ঝলঝলিয়া এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত রোগীর নাম দুলাল কর্মকার(৫৫)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায়। জানা গিয়েছে,গত সাতদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হয় দুলাল বাবু। অভিযোগ,পরিকাঠামো না থাকলেও নার্সিংহোম কর্তৃপক্ষ ভর্তি করে রোগীকে এবং চিকিৎসার নামে ব্যবসা শুরু করেন কর্তৃপক্ষ। চিকিৎসার গাফিলতি এবং পরিকাঠামো সঠিক না থাকার কারণে ওই রোগীর মৃত্যু বলে অভিযোগ মৃতর পরিজনদের।সোমবার ভোরে রোগীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি।তিনি চিকিৎসক এবং পরিজনদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তিনি জানিয়েছেন আগামী সাতদিনের মধ্যে নার্সিংহোমের পরিকাঠামো ঠিক না হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন তিনি। সোমবার ভোর ৪ টা ৫০ নাগাদ ওই রোগীর মৃত্যুর খবর পেয়ে পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে নার্সিংহোম চত্বরে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584